FAITH
Wednesday, 15 April 2020
Thursday, 17 September 2015
SriSri Ramkrishnadeber Upodesh শ্রীশ্রীরামকৃষ্ণদেবের উপদেশ
শ্রীশ্রীরামকৃষ্ণদেবের উপদেশ
১। বাছুর “হাম্ মা হাম্ মা” করে (অর্থাৎ
“হাম্ হাম্ অহং অহং” করে) পরে মরে গেলে ঢাকের চামড়া হয় এবং ব্যক্তি বিশেষের হাতে
পোড়ে তার নাড়ীতে তাঁত হয়। তাঁতে তুলো ধোনা হয় এবং তখন সে “ তুঁহু তুঁহু ” করে (অর্থাৎ
যখন অহঙ্কার থাকে, তখন আমি আমি করে আর অহঙ্কার নাশ হোলে তুমি তুমি বলে।)
২। আমি দু’রকম - কাঁচা আমি ও পাকা
আমি। আমি অমুকের বেটা, আমার বাড়ি, আমার নাম অমুক, এসব কাঁচা আমি। ভগবানের কাছ থেকে
যে আমি আসে সেই পাকা আমি। ( অর্থাৎ আমি তাঁর ছেলে, এ সব আমার কিছু নয়, এ দেহ আমার
নয় – এই পাকা আমি।)
Wednesday, 16 September 2015
SriSri Ramkrishnadeber Upodesh শ্রীশ্রীরামকৃষ্ণদেবের উপদেশ
শ্রীশ্রীরামকৃষ্ণদেবের উপদেশ
১। যার বিশ্বাস আছে, তার সব আছে। যার
বিশ্বাস নেই তার কিছুই নেই।
২। নেই নেই বললে কিছুই থাকে না। যে
লোক সব বিষয়ে নেই নেই করে সে লোক ভালো নয়।
৩। কল্পতরুর মূলে বাস কোরে একজন মনে
করছে আমি রাজা হই, অমনি সে রাজা হোলো। যেন সুন্দরী বৌ পাই , অমনি তাই পেলো। তারপর
তার মনে হোলো , যদি বাঘ এসে আমায় খেয়ে ফ্যালে, অমনি বাঘ এসে খেয়ে ফেললো। ভগবানের
কাছে থেকে “ কিছু হয়নি, কিছু হয়নি” মনে করতে নেই।
৪। উঁচুতে উঠলে সবই এক সমান দেখায়।
ঈশ্বর পেলে ভালোমন্দ আর থাকে না।
৫। তিনি ছুঁচের ছিদ্র দিয়ে হাতি চালান। ( অর্থাৎ ভগবান মনে করলে সব করতে পারেন।)
Monday, 14 September 2015
SriSri Ramkrishnadeber Upodesh শ্রীশ্রীরামকৃষ্ণদেবের উপদেশ
শ্রীশ্রীরামকৃষ্ণদেবের উপদেশ
১। মানুষের দেহটা যেন হাঁড়ি আর মন বুদ্ধি
প্রভৃতি ইন্দ্রিয়গুলো যেন জল, চাল ও আলু। হাঁড়ির ভেতর জল, চাল ও আলু দিয়ে তার নীচে
আগুন জ্বেলে দিলে যেমন সেই জল চাল ও আলুগুলো তেতে ওঠে এবং তাদের গায়ে হাত দিলে
যেমন হাত পুড়ে যায় অথচ সে শক্তিটা তাদের নয় আগুনের। সেই রকম মানুষের ভেতর
ব্রহ্মশক্তি যতক্ষণ থাকে , ততক্ষন মানুষের মন, বুদ্ধি প্রভৃতি কাজ করে এবং সেই
শক্তির অভাব হোলেই আর চোখ, কান, নাক প্রভৃতি কাজ করতে পারে না।
২। রেলগাড়ী অনাসায়েই ভারি বোঝা নিয়ে যায়। বিশ্বাসী ভক্ত
সন্তানও এই সংসারের ভার মাথায় নিয়ে অনায়াসে তাঁর ওপর ভক্তি বিশ্বাস রেখে চলে যান,
কোন কষ্ট বোধ করেন না।
৩। বালক যেমন খুঁটি ধরে বনবন্ কোরে
ঘুরতে থাকে, পড়বার ভয় করে না; সংসারে সেই রকম ঈশ্বরকে ধরে সকল কাজ করো, নিরাপদে
থাকবে।
৪। আত্মসমর্পণ চেয়ে সহজ সাধনা আর হয়
না। আত্মসমর্পণ অর্থ আমার বোলে কোন অহঙ্কার মনে না থাকা।
৫। নির্ভরতা কেমন? অত্যন্ত পরিশ্রমের
পর যেমন তাকিয়ায় ঠেস দিয়ে তামাক টানা। (অর্থাৎ কোন ভাবনা চিন্তা নেই, যা করবার
তিনিই করবেন।)
Sunday, 13 September 2015
Sri Sri Ramkrishnadeber Upodesh শ্রীশ্রীরামকৃষ্ণদেবের উপদেশ
শ্রীশ্রীরামকৃষ্ণদেবের উপদেশ
১। মাছ যতো দূরেই থাক না কেন, ভালো
ভালো চার ফেলবামাত্র যেমন তারা ছুটে আসে, ভগবানও সেই রকম বিশ্বাসী ভক্তের হৃদয়ে
শীঘ্র এসে হাজির হন।
২। যাকে ভূতে পায় সে যদি জানতে পারে
যে তাকে ভূতে পেয়েছে, তাহোলে ভূত পালিয়ে যাবে। মায়াচ্ছন্ন জীবও যদি জানতে পারে যে
তাকে মায়া আচ্ছন্ন কোরেছে , তা হোলে মায়া তার কাছ থেকে পালায়।
৩। দাদ যেমন চুলকালে সুখ, কিন্তু পরে
জ্বালায় অস্থির কোরে তোলে, সংসারও সেই রকম। প্রথমে বড়ই সুখ, কিন্তু পরে জ্বালায়
অস্থির কোরে দেয়।
৪। জলে নৌকো থাকলে ক্ষতি নেই, কিন্তু
নৌকোয় যেন জল না থাকে। সাধক সংসারে থাকুক ক্ষতি নেই , কিন্তু সাধকের ভেতর যেন
সংসার না থাকে।
Friday, 17 January 2014
Monday, 28 May 2012
Subscribe to:
Posts (Atom)