শ্রীশ্রীরামকৃষ্ণদেবের উপদেশ
১। মাছ যতো দূরেই থাক না কেন, ভালো
ভালো চার ফেলবামাত্র যেমন তারা ছুটে আসে, ভগবানও সেই রকম বিশ্বাসী ভক্তের হৃদয়ে
শীঘ্র এসে হাজির হন।
২। যাকে ভূতে পায় সে যদি জানতে পারে
যে তাকে ভূতে পেয়েছে, তাহোলে ভূত পালিয়ে যাবে। মায়াচ্ছন্ন জীবও যদি জানতে পারে যে
তাকে মায়া আচ্ছন্ন কোরেছে , তা হোলে মায়া তার কাছ থেকে পালায়।
৩। দাদ যেমন চুলকালে সুখ, কিন্তু পরে
জ্বালায় অস্থির কোরে তোলে, সংসারও সেই রকম। প্রথমে বড়ই সুখ, কিন্তু পরে জ্বালায়
অস্থির কোরে দেয়।
৪। জলে নৌকো থাকলে ক্ষতি নেই, কিন্তু
নৌকোয় যেন জল না থাকে। সাধক সংসারে থাকুক ক্ষতি নেই , কিন্তু সাধকের ভেতর যেন
সংসার না থাকে।
No comments:
Post a Comment