শ্রীশ্রীরামকৃষ্ণদেবের উপদেশ
১। যার বিশ্বাস আছে, তার সব আছে। যার
বিশ্বাস নেই তার কিছুই নেই।
২। নেই নেই বললে কিছুই থাকে না। যে
লোক সব বিষয়ে নেই নেই করে সে লোক ভালো নয়।
৩। কল্পতরুর মূলে বাস কোরে একজন মনে
করছে আমি রাজা হই, অমনি সে রাজা হোলো। যেন সুন্দরী বৌ পাই , অমনি তাই পেলো। তারপর
তার মনে হোলো , যদি বাঘ এসে আমায় খেয়ে ফ্যালে, অমনি বাঘ এসে খেয়ে ফেললো। ভগবানের
কাছে থেকে “ কিছু হয়নি, কিছু হয়নি” মনে করতে নেই।
৪। উঁচুতে উঠলে সবই এক সমান দেখায়।
ঈশ্বর পেলে ভালোমন্দ আর থাকে না।
৫। তিনি ছুঁচের ছিদ্র দিয়ে হাতি চালান। ( অর্থাৎ ভগবান মনে করলে সব করতে পারেন।)
No comments:
Post a Comment