শ্রীশ্রীরামকৃষ্ণদেবের উপদেশ
১। মানুষের দেহটা যেন হাঁড়ি আর মন বুদ্ধি
প্রভৃতি ইন্দ্রিয়গুলো যেন জল, চাল ও আলু। হাঁড়ির ভেতর জল, চাল ও আলু দিয়ে তার নীচে
আগুন জ্বেলে দিলে যেমন সেই জল চাল ও আলুগুলো তেতে ওঠে এবং তাদের গায়ে হাত দিলে
যেমন হাত পুড়ে যায় অথচ সে শক্তিটা তাদের নয় আগুনের। সেই রকম মানুষের ভেতর
ব্রহ্মশক্তি যতক্ষণ থাকে , ততক্ষন মানুষের মন, বুদ্ধি প্রভৃতি কাজ করে এবং সেই
শক্তির অভাব হোলেই আর চোখ, কান, নাক প্রভৃতি কাজ করতে পারে না।
২। রেলগাড়ী অনাসায়েই ভারি বোঝা নিয়ে যায়। বিশ্বাসী ভক্ত
সন্তানও এই সংসারের ভার মাথায় নিয়ে অনায়াসে তাঁর ওপর ভক্তি বিশ্বাস রেখে চলে যান,
কোন কষ্ট বোধ করেন না।
৩। বালক যেমন খুঁটি ধরে বনবন্ কোরে
ঘুরতে থাকে, পড়বার ভয় করে না; সংসারে সেই রকম ঈশ্বরকে ধরে সকল কাজ করো, নিরাপদে
থাকবে।
৪। আত্মসমর্পণ চেয়ে সহজ সাধনা আর হয়
না। আত্মসমর্পণ অর্থ আমার বোলে কোন অহঙ্কার মনে না থাকা।
৫। নির্ভরতা কেমন? অত্যন্ত পরিশ্রমের
পর যেমন তাকিয়ায় ঠেস দিয়ে তামাক টানা। (অর্থাৎ কোন ভাবনা চিন্তা নেই, যা করবার
তিনিই করবেন।)
No comments:
Post a Comment