শ্রীশ্রীরামকৃষ্ণদেবের উপদেশ
১। বাছুর “হাম্ মা হাম্ মা” করে (অর্থাৎ
“হাম্ হাম্ অহং অহং” করে) পরে মরে গেলে ঢাকের চামড়া হয় এবং ব্যক্তি বিশেষের হাতে
পোড়ে তার নাড়ীতে তাঁত হয়। তাঁতে তুলো ধোনা হয় এবং তখন সে “ তুঁহু তুঁহু ” করে (অর্থাৎ
যখন অহঙ্কার থাকে, তখন আমি আমি করে আর অহঙ্কার নাশ হোলে তুমি তুমি বলে।)
২। আমি দু’রকম - কাঁচা আমি ও পাকা
আমি। আমি অমুকের বেটা, আমার বাড়ি, আমার নাম অমুক, এসব কাঁচা আমি। ভগবানের কাছ থেকে
যে আমি আসে সেই পাকা আমি। ( অর্থাৎ আমি তাঁর ছেলে, এ সব আমার কিছু নয়, এ দেহ আমার
নয় – এই পাকা আমি।)